প্রথম রাজধানী :
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম এর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো মোজাহিদ ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান। বক্তব্য রাখেন মেহেরপুর পৌর সভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, ষোলটাকা ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজে বিশেষ অবদান রাখায় মেহেরপুর পৌর সভার পক্ষে মেহেরপুর পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন এবং দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম রবির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি খানম, মুজিবনগর উপজেলার নাবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, এনডিসি আসাদুজ্জামান নূর, আরডিসি রনি খাতুন, সদর উপজেলার আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান,কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, বারাদি ইউনিয়নের চেয়ারম্যান মমিনুল ইসলাম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, ধানখোলা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান, ইউপি সচিব সমিতির সভাপতি জহিরুল ইসলাম,সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক সানোয়ার হোসেন সানু প্রমুখ।