প্রথম রাজধানি ডেক্স: ১৬-০৬-২৩
এ টেস্টের প্রথম দিন, গত পরশু, ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেয়েছিলেন নাজমুল হোসেন। আজ পেলেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হয়ে গেলেন নাজমুল। এর আগে এ কীর্তি যাঁর ছিল, সেই মুমিনুল হক ক্রিজে থেকেই সাক্ষী হলেন এটির।
প্রথম ইনিংসে নাজমুলের সেঞ্চুরিতে যেতে লেগেছিল ১১৮ বল। আজ প্রয়োজন হলো ১১৫ বল। হাশমতউল্লাহর বলে লেগ সাইডে খেলে সিঙ্গেল নিয়ে হেলমেট খুলেছেন, এরপর দিয়েছেন লাফ। এরপর এসেছে ব্যাটে ভরে করে দেওয়া উড়ন্ত চুমু।
এখন পর্যন্ত নাজমুল মেরেছেন ১৩টি চার। প্রথম ইনিংসে ১৪৬ রান করতে ২৩টি চারের সঙ্গে মেরেছিলেন দুটি ছক্কা।
৫৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিলেন নাজমুল। প্রথম ইনিংসে দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসানের সঙ্গে যোগ করেছিলেন ২১২ রান। এবার জাকির হাসানের সঙ্গে যোগ করেছেন ১৭১ রান।
এখন মুমিনুলকে নিয়ে এগোচ্ছেন তিনি। দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারশেষে বাংলাদেশের লিড ৪৫০ রান।
এর আগে গতকাল সকালে মাত্র ২০ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারিয়ে ৩৮২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তৃতীয় দিন সকালে অবশ্য তেমন কিছু হয়নি। আফগান বোলাররাও একরকম অসহায় আত্মসমর্পণই করেছেন। এ সকালটা নাজমুলময়। টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি পর তিনি অপরাজিত ১১২ রানে, তাঁর সঙ্গী মুমিনুল হক ব্যাটিং করছেন ৪৩ রান নিয়ে। ৪৯১ রানে এগিয়ে থেকে মধ্যাহ্নবিরতিতে গেছে বাংলাদেশ।
টেস্টের তৃতীয় দিনকে বলা হয় ‘মুভিং ডে’, মানে ম্যাচ কার দিকে হেলছে সেটি বোঝা যায়। মিরপুর টেস্টে বাংলাদেশ নিয়ন্ত্রণ নিয়েছে আগেই। এখন ফুলেফেঁপে উঠছে লিড। ঠিক কত রানে গিয়ে বাংলাদেশ থামবে, সেটি নিশ্চিত নয়। কোচ চন্ডিকা হাথুরুসিংহে দিনের খেলা শুরুর আগে বলেছেন, তখনো ইনিংস ঘোষণার ব্যাপারে কিছু ভাবতে চাননি তাঁরা। শুধু ব্যাটিং করে যেতে চেয়েছেন।
সেটি অবশ্য বাংলাদেশ করছে। প্রথম সেশনে আফগানিস্তানের একমাত্র প্রাপ্তি জাকির হাসানের উইকেট। সেটিও এসেছে রানআউটে। ৭১ রানে থেমেছেন তিনি। সেঞ্চুরি না পাওয়া আক্ষেপ থাকতেই পারে তাঁর। তবে নাজমুলকে এ টেস্ট দুহাত ভরেই দিচ্ছে বলতে হবে।
এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান নাজমুল হোসেন
একই উদ্যাপন। উপলক্ষ্যও একই—সেঞ্চুরি!