প্রথম রাজধানী :
রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়াল সড়কের গার্ডারের চাপায় নিহত আইয়ুব হোসেন ওরফে রুবেলের (৫০) গ্রামের বাড়ি মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের রাজনগর ঘোড়ামারা গ্রামে। বাড়িতে তাঁর স্বজনদের শোকের মাতম চলছে। নিকটাত্মীয়রা বাড়িতে আসছেন এক এক করে।
পরিবারের সদস্যরা বলেন, যে গাড়িটি গার্ডারচাপা পড়েছে, সেটির মালিক আইয়ুব হোসেন। গত শুক্রবার আইয়ুব হোসেন তাঁর নতুন কেনা প্রাইভেটে করে গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে তিনি দুই দিন ছিলেন।
আইয়ুব হোসেনের বড় ভাই আবদুল খালেক বলেন, ‘আমার ভাই ২০০০ সালে প্রথম ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করতে যায়। সেখান থেকে গার্মেন্টস পণ্য কিনে বাজারে বিক্রি করত। পরে আরও নানা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। কিছুদিন হলো সে নতুন একটি প্রাইভেট কার কিনে বাড়িতে বেড়াতে আসে।
আইয়ুব হোসেনের বড় বোন আদরি খাতুন বলেন, ‘আমাকে চিকিৎসা করানোর জন্য বাড়িতে এসেছিল। ক্লিনিকে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। ওষুধ কিনে দিয়ে চলে যায়। আবার এক মাস পর আসার কথা বলে গেছে। এখন মৃত্যুর খবর আসলো