মেহেরপুর প্রতিনিধি:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে জলি খাতুন (৫৫) নামে এক বৃদ্ধ বিধবা নারীকে মেরে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা। আহত জলি খাতুন আশরাফপুর গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী।
সোমবার রাত ৯ টার দিকে মেহেরপুর সদর উপজেলা আশরাফপুর গ্রামের পূর্বপাড়ায় বাড়িতে ঢিল মারা কে কেন্দ্র করে কথা কাটাকাটির এক সময় জলি খাতুন কে একা পেয়ে একই পাড়ার কম্পানি রহমানের ছেলে শাহিন (২০) ও আশার ছেলে সাঈদ (২১)সহ তার সহযোগীরা কাঠের বাটাম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারপিট করে। মার খেয়ে জলি খাতুন রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তারা জলি খাতুনকে ফেলে রেখে চলে যাই। পরে স্থানীয় জনতা জলি খাতুন কে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কর্তব্যরত চিকিৎসক সাউদ কবির জন বলেন জলি খাতুনের মাথায় ত্রিশটি সেলাই হয়েছে এবং বাম হাত ভেঙে গেছে আমরা চিকিৎসা দিয়েছি তবে শংকামুক্ত নয় ।
প্রতিবেদন লেখা প্রযন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।