মেহেরপুর প্রতিনিধি :
মেহরেপুরে ধর্ষনের মিথ্যা মামলা দায়ের করায় ডালিয়া নাসরিন নামের নারীকে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-র রায় দিয়েছে আদালত। আজ রবিবার বিকেলে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ তরিকুল এ রায় দেন।
সাজাপ্রাপ্ত ডালিয়া নাসরিন মেহেরপুরের গাংনী উপজেলার বাগুন্দা গ্রামের জমির উদ্দিনের মেয়ে।
মামলার বিবরণে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে ডালিয়া নাসরিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ২০১৬ সালে আবুল কালামসহ একই গ্রামের গোলাম হোসেনের ছেলে লাল মিয়া এবং মেঘা শেখের ছেলে শাকিল এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১৭ ধারায় ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং২৯৫/২০১৬।
মামলার তদন্ত কর্মকর্তা ২০১৭ সালের ২০ এপ্রিল মামলাটি মিথ্যা বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত আসামীদেরকে অব্যাহতি প্রদান করে মামলার বাদীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন২০০০ এর ১৭ ধারা অনুযায়ী মামলা দায়েরর নির্দেশ প্রদান করেন।
আসামি আবুল কালাম বাদী ডালিয়া নাসরিনের বিরুদ্ধে আদালতে নালিশি দরখাস্ত দাখিল করেন। এতে ডালিয়া নাসরিন নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১৭ ধারায় গঠিত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদ- ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদ-াদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলি ছিলেন পাবলিক প্রসিকিউটর এ কে এম আসাদুজ্জামান এবং আসামিপক্ষের কৌসুলি ছিলেন অ্যাডভোকেট কামরুল হাসান।
পূর্ববর্তী খবর