আমি সাদিয়া আফরোজ দিবা :
আপনাকে কি আমি চিনি!! না আপনি আমাকে চিনেন? মনে হয় চিনি না আবার মনে হয় চিনি। এই যে এতো বড় পরিবার এর মধ্যে আপনাকে আমি কিভাবে চিনবো আর আমাকেই বা আপনি কিভাবে চিনবেন।
আসুন কিছু খোলামেলা আলোচনা করি,
আমি অনলাইনে নিজের পরিচিত বাড়াতে চাই অথচ কিছুতেই পারছি না। কি করা যায় বলেন তো। আমার পোস্ট রিচ হয় না এতো সুন্দর করে লিখেও কেও পড়ে না। আবার কমেন্ট ও আসে না। আবার আমিও কাওকে চিনি না।
এমন ও হাজার প্রশ্নের উত্তর কিছুটা জানাতে চাই। বেশী করে পড়েন পোস্ট বেশী দেওয়ার দরকার নাই। প্রতিদিন ১/২ ঘন্টা মিনিমাম পড়েন।
এবার আপনি যার পড়লেন তার নজরে কিভাবে আসবেন। শুনুন যে পোস্ট পড়বেন সেটা পড়ে এমন একটি কমেন্ট আপনাকে করতে হবে যেনো তার নজর কাড়তে বাধ্য হয় তবে সেটি অবশ্যই পজিটিভ কমেন্ট। অনেক কমেন্ট আসে হয়তো পড়ে না এটা ভুল ধারণা যেটা চোখে পড়ার মতো সেটা পড়বেই সে যেই হোক
যখম এমন কমেন্ট পড়বে তার নজরে পড়ে গেলেন সে অল্প হলেও আপনাকে চিনে নিলো। কাজেই কমেন্ট করেও নিজের পরিচিত বাড়ানো যায়।
যে পোস্ট পড়বেন সেটাতে অবশ্যই রিয়েক্ট করবেন। এতে তার কাছে নোটিফিকেশন চলে যাবে তখন ও তার কাছে আপনার নাম টা চলে গেলো এটাতেও নিজেকে জানান দেওয়া যায়।
আমি এখানে কমেন্টের মাধ্যমে পরিচিত হয়েছি বেশী আমার অনেক পরিচিত জন এখন এখানে আছে যাদের শুধুমাত্র কমেন্ট থেকে পরিচয়। পরে তারাই আমার কাস্টোমার। দারুন না ব্যাপার টা।
কাজেই অনলাইনে কাজ করতে হলে পারসোনাল ব্র্যান্ডিং এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। আর এটা বাড়ানোর জন্য এসব ছোট ছোট টিপসগুলো অনেক কাজের। আপনি হয়তো নিজেও জানেন না এখানে আপনার কত কাস্টোমার ঝাপটি মেরে বসে আছে একবার নিজের আস্থা আর বিশ্বাস টা তৈরি করান আপনি সেল করে উঠতে পারবেন না। তাই কমেন্ট করলে চোখে পড়ার মতো করবেন আর লাইক দিবেন বেশী বেশী পড়বেন।
- (মেহেরপুর এর মেয়ে দিবা আনলাইনে কাজ করছে মেয়েদের বিভিন্ন ড্রেস, বেবিদের ড্রেস,
- ছেলেদের টিশার্ট, খাদি কাপড়ের পান্জাবি ওল্যাপটপ টেবিল নিয়ে।)