মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর এলজিইডির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জিসি সড়ক পুনঃর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙলবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নাম ফলক উন্মোচন করে মেহেরপুর পিরোজপুর সড়কের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।
মেহেরপুরে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম ,মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী আবদুল হামিদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
মেহেরপুর এলজিইডির উদ্যোগে জি কে আই আই ডি পি-৩ প্রোজেক্টের ৩ কোটি ২২লক্ষ টাকা ব্যায়ে মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর-পিরোজপির সড়কের ২ হাজার ৯শ মিটার সড়ক নির্মান করা হয়। এ উপলক্ষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।