গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামে প্রকাশ্যে-দিবালোকে ২সহোদরসহ ৩ জনকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলের দিকে গাংনী উপজেলা প্রেসক্লাবের সামনে এ কাথুলী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আজমাইন হোসেন টুটুলের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহতদের পরিবার ও এলাকাবাসি মানববন্ধনে অংশগ্রহন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মহিবুল ইসলাম ফুরকান, এনামুল হক,নিহতদের পরিবারের সদস্য চম্পা খাতুন, শহিদুল ইসলাম মন্ডল, নজিবর রহমান, কারিউল ইসলাম, নিফাজ উদ্দীন, আলাউদ্দীন আব্দুস সবুর, আরকান আলী, কামরুজ্জামান, দিপ্তী প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর দিনের বেলায় লক্ষিনারায়ণপুর ধলা গ্রামের আতিয়ার রহমানের লোকজনের হামলায় একই গ্রামের শাহাদুল ইসলাম ও তার ভাই জাহারুল ইসলাম নিহত হয়।
নিহত শাহাদুল ও জাহারুলের ফুপাতো ভাই লাল্টু হোসেন বাদী হয়ে হামলাকারী আতিয়ার রহমানসহ ৬৬ জনকে আসামি করে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন।