মেহেরপুরের সর্বজনীন শ্রদ্ধেয় প্রবীণ শিক্ষক আব্দুর রাজ্জাক খান মেগা মাস্টার বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন( ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার দুপুর ২টা ৪০ মিনিটের সময় তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮বছর। মরহুমের জানাযার নামাজ আজ রাত সাড়ে দশটার সময় শহীদ শামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে মেহেরপুরের সর্বস্তরের মানুষ গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় ও সরকারি উচ্চ বালিকা বিদ্যালযয়ে দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষকতা করেছেন।তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

