মেহেরপুর প্রতিনিধি:
ফাল্গুনের মাঝামাঝি সময় এসে হঠাৎ করে মেহেরপুরে শিলাবৃষ্টি ও ঝড় হয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রবিবার দুপুরের দিকে প্রায় ৪০ মিনিট যাবত শিলা বৃষ্টি হয়।
রবিবার দুপুরের দিকে মেহেরপুরের আকাশ হঠাৎ করে কালো মেঘে ছেয়ে যায়। এরপর শুরু হয় ঝড়ের সাথে মুষলধারে শিলা বৃষ্টি। কোথাও কোথাও বড় বড় শিলা পড়ে জমাট বেঁধে থাকে। চাষিরা বলেন শিলা বৃষ্টির কারণে আধাপাকা গম, মসূরী, আমের মুকুল, সূর্যমুখী ভুট্ট তামাক, আলু সহ মাঠে থাকা ফসলের ব্যাপক ক্ষতি হবে। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারিনি।