অসহায় ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস মেহেরপুর জেলা শাখা ও জমঈয়তে শুব্বানে আহলে হাদিস মেহেরপুর এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে মেহেরপুর শহরের সাহাজিপাড়া আহলে হাদিস জামে মসজিদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই সময় সেখানে আরও উপস্থিত ছিলেন সাহাজিপাড়া আহলে হাদিস জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ মিরন, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ও সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরব উদ্দিন প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা সাহাজিপাড়া আহলে হাদিস জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার ৪ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
প্রথম রাজধানী/ রাব্বি আহমেদ