মেহেরপুর প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে নববর্ষকে স্বাগত জানিয়েছে মেহেরপুরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৯ টায় একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন।
গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল ১০ টার দিকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদ চত্বর এসে সংক্ষিপ্ত আলােচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,
মুজিবনগরে সকাল ৯টার সময় মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ হতে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শাভাযাত্রাটি কেদারগন্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয় চত্তরে গিয়ে শেষ হয়।