গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪টি ফার্মেসীর মালিককে জরিমানা করেছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বামন্দী শহরের তামিল ফার্মেসী ও মেসার্স শাফায়েত ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ রাখার দায়ে প্রত্যেককে ৬ হাজার টাকা করে এবং হুমায়ূন ফার্মেসীর নবায়নকৃত লাইসেন্স না থাকায় ২৫’শ টাকা ও কাজল ফার্মেসীতে একটি ফিজিশিয়ান স্যাম্পল পাওয়ায় এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহায়তা করেন মেহেরপুর জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক কেএম মুহসীনিন মাহবুব।
এসময় গাংনী থানা পুলিশের একটিদল সেখানে উপস্থিত ছিল।