মেহেরপুর প্রতিনিধি:
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটির সূচনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার সময় মেহেরপুর শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান জেলাবাসীর পক্ষে এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন।
এছাড়াও পুলিশ সুপার রাফিউল আলম জেলা পুলিশের পক্ষে, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ রফিকুল আলম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পক্ষে,মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ সরদার শফিউল আলম, মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম,মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা সাইফুল্লাহ ইয়াহিয়া নিজ নিজ দপ্তরের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন।