মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগরে বীর মুক্তিযোদ্ধা আজেরউদ্দীন গাইন কে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাফন করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪ টার সময় মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত,পতন গাইন এর ছেলে বীর মুক্তিযোদ্ধা আজেরউদ্দীন গাইন কে উপজেলার গোপালনগর কবরস্থানের সামনে গার্ড অব অনার প্রদান করা হয়।মুজিবনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আজেরউদ্দীন গাইন (৮৫) দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার দুপুর ২ টার দিকে বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দীন বিশ্বাস, মুজিবনগর থানা অফিসার ইনচার্য (ওসি) মেহেদি রাসেল , বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খাঁন ও আব্দুর রব উপস্থিত ছিলেন। গার্ড অব অনারের সময় উপস্থিত কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাবৃন্দ মৃত বীর মুক্তিযোদ্ধা আজেরউদ্দীন গাইন এর মরদেহ জতীয় পতাকা দিয়ে আচ্ছাদন করে সন্মান প্রদর্শন করেন। পরে পুলিশের একটি চৌকষ দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে গোপালনগর কবস্থানে তার লাশ দাফন করা হয়।
পূর্ববর্তী খবর