মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে বাজিতপুর সীমান্তে বিজিবি সদস্যরা তিন ছাত্র কে পিটিয়ে আহত করার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বুড়িপোতায় গ্রাম বাসী । বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন শনিবার বিকেলে বুড়িপোতা গ্রাম থেকে বাজিতপুরে তাদের নিজেদের জমি দেখতে যায় ঐ তিন জন ছাত্র। যাওয়ার পথে বাজিতপুর ক্যাম্পে কর্তব্যরত থাকা কয়েকজন বিজিবি সদস্যরা তাদের গতি রোধ করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময় তারা নিজেদের জমি দেখতে যাচ্ছেন বলে জানান বিজিবিকে। কিন্তুবিজিবি অভিযোগ করেন, তারা মাদক সেবনে সেখানে গিয়েছিলো। এ অবস্থায় উভয়ের মধ্যে বাকবিতন্ডতা শুরু হয়। এক পর্যায়ে বিজিব সদস্যরা তাদের পেটাতে থাকে। এতে মারাত্মক আহত হয় তারা। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতলে ভর্তি করে। চিকিৎসা নিয়ে রবি বার সকালে তারা বাড়িফিরে।
বাজিতপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার হায়দার রহমান জানান, ক্যাম্পের সামনে তারা আসলে জিজ্ঞাসাবাদ করাহয়। তারা জানায় বাজিতপুর গ্রামে চা খেতে যাচ্ছে। এ সময় তাদের কথা বার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। এক পর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডাতার ঘটনা ঘটে। একপর্যায় বিজিবি সদস্যরা তাদের কয়েকটি লাঠির বাড়ি দেয়।
উল্লেখ্য সদর উপজেলার বাজিতপুর বিজিবি ক্যাম্পের সামনে গতকাল শনিবার তিন ছাত্রকে মোটর সাইকেল থেকে নামিয়ে মাদকগ্রহনের অভিযোগ তুলে মারপিট করে তারা। আহতরা হলেন, বুড়িপোতা গ্রামের ঢাকাসাউথ ইস্ট বিশ^বিদ্যালয়ের ছাত্র রুবেল আহম্মেদ, মেহেরপুর টেকনিক্যল স্কুল এন্ড কলেজের ছাত্র রিয়াজ আলী ও শামীম রেজা।