প্রথম রাজধানী:
করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে আক্রান্ত হয়ে ভারতে প্রথম একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম লক্ষ্মীনারায়ণ নাগার(৭৩)। যদিও করোনার দুটি টিকাই নেওয়া ছিল তার।
৩১ ডিসেম্বর দেশটির রাজস্থানের উদয়পুরের একটি হাসপাতালে ওই ব্যক্তি মারা যান বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই।
পিটিআই আরও জানায়, লক্ষ্মীনারায়ণের দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর জানা যায় তিনি অমিক্রনে আক্রান্ত হয়েছেন।
এ ব্যাপারে রাজস্থানের স্বাস্থ্য দপ্তর জানায়, গত ১৫ ডিসেম্বর করোনায় আক্রান্ত হন লক্ষ্মীনারায়ণ নাগার। এর পর থেকে উদয়পুরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু তাঁর শরীরে ভাইরাসের মাত্রা বেশি থাকায় জিন পরীক্ষা করা হয়। রিপোর্টে করোনার নতুন ধরন অমিক্রনের উপস্থিতি ধরা পড়ে।
এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দেশে মোট ২ হাজার ১৩৫ জনের অমিক্রন শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে অমিক্রনে আক্রান্ত ৬৫৩ জন। আর ৪৬৪ জনের অমিক্রন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দিল্লি।