মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেনারেল হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ দালালের কাছ থেকে ৭হাজার ২ শ টাকা জরিমানা আদায় করেছে।
আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল আলম ও রিফাত জাহান এ ভাম্যমান আদালত পরিচালনা করে।
আটককৃত দালালরা হলো, মেহেরপুর সদর উপজেলার মহামারী গ্রামের মৃত জামাত আলীর ছেলে শাহজাহান(৪৩), দিঘীরপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে সোহাগ(২৯), একই এলাকার আজগর আলীর ছেলে সেলিম রেজা(২৫), মেহেরপুর কোটপাড়ার রেজাউল হকের ছেলে মেহেদী(২৮) ও গাংনী থানা পাড়ার কোরবান আলীর মেয়ে আরিফা খাতুন(১৯)।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, একটি দালাল চক্র মেহেরপুর জেনারেল হাসপাতালে বিভিন্ন সময় মানুষকে ভোগান্তি দিয়ে অর্থ আদায় করছে এমন সংবাদ পায় মেহেরপুর জেলা ডিবি পুলিশ। এ সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। পরে মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল আলম ও রিফাত জাহান ঘটনাস্থলে পৌঁছে ১৮৬০এর ২৯১ধারায় দালঅল চক্রের ৫ সদস্যকে ৭ হাজার ২শ টাকা জরিমানার আদেশ দেয়।
পূর্ববর্তী খবর