মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নে টাকা ছাড়া মিলছে না টিসিবির ফ্যামিলি কার্ড।
ভুক্তভোগীদের অভিযোগ, কার্ড নবায়ন করতে ইউনিয়ন পরিষদে দিতে হচ্ছে ১৫০ থেকে ২৫০ টাকা। সেবাটি পেতে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
তবে টাকা নেওয়ার বিষয়টি নিশ্চিত আর সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মেহেরপুর মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামের ৬৫ ঊর্ধ্বো ফজলু গায়েন বলেন, কার্ড নিয়ে এসেছিলেন টিসিবির পণ্য নিতে। কিন্তু এসে শুনছি কার্ডটি নবায়ন করতে হবে। এ নবায়নের জন্য ইউনিয়ন পরিষদে দিতে হয়েছে আড়াইশ টাকা।
এমন অভিযোগ টিসিবি পণ্য নিতে আসা মোনাখালি ইউনিয়নের লাইনে দাঁড়িয়ে থাকা এমন হাজারেরও বেশি মানুষের। কার্ড নবায়ন করতে দিতে হয়েছে দেড়শো থেকে আড়াইশো করে টাকা। বলছেন, তালিকায় নাম থকালেও অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে তাদের। এতে ক্ষোভ প্রকাশ করেন তারা।
মোনাখালি ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রহমান বলেন, কাগজপত্র লেখা লেখি, আনলাইনে ফরম পুরনসহ অন্যান্য খরচের জন্য টিসিবি কাড করতে আড়্শা টাকা করে নেওয়া হচ্ছে। তবে অন্য কোন ইউনিয়নে এ টাকা নেওয়া হচ্ছে কিনা সেটা আমার জাা নেই।
অভিযোগের বিষয়টি নিয়ে মোনাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান কোন কথা বলতে রাজি হননি।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, টাকা নেবার কোন সুযোগ নেই। কোন অনিয়মের অভিযোগের সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেয়া হবে।