মুজিবনগর প্রতিনিধি:
ল্যাপটপ কুগড়য়ে পেয়ে মালিককেিফিরেয়ে দিলেন মুজিবনগর কমপ্লেক্সের ১নং গেটের সামনে মেহেদী টি ষ্টোরের মালিক মেহেদী হাসান।
মেহেদী হাসান জানান , গত ২৭ ডিসেম্বর ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সের ১নং গেটের সামনে মেহেদী টি ষ্টোরে কে একটি ল্যাপটপ ফেলে রেখে যায় দোকানদার মেহেদী হাসান তার দোকানে ল্যাপটপ পড়ে থাককে দেখে কুড়িয়ে রাখে। পরে বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকদের জিজ্ঞাসা করে ল্যাপটপের মালিক খুঁজে না পেয়ে সে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানান। স্থানীয় প্রশাসনের পরামর্শে মেহেদী ল্যাপটপটি তার কাছে রেখে দেয় । এসময় মেহেদী হাসান ল্যাপটপের ব্যাগের পাস পকেট থেকে একটি ব্যাংক ও একটি স্কুলের ঠিকানা পায়। গত ৭ ই জানুয়ারি ঐ স্কুলের ঠিকানায় যোগাযোগ করলে স্কুলের প্রধান শিক্ষক ল্যাপটপের বিষয়টি নিশ্চিত করেন ।
৯ জানুয়ারী ল্যাপটপের মালিক মোবারক আলী মুজিব নগরে এসে ল্যাপটপটি সংগ্রহ করে নিয়ে যান।
এসময় মোবারক আলী বলেন, আমার বাড়ী রাজশাহীর কাটাখালী থানার অধীনে। আমি ফ্যামিলি সহ বেড়াতে এসে
নাস্তা করার সময় আমার চাচার কাছে ল্যাপটপ রেখে দিয়েছিলাম । কিন্তু চাচা মনে করতে পারছিলো না যে ল্যাপটপটি কোথায় রেখেছে । আমরা অনেক খোঁজাখুঁজির পর চলে গিয়েছিলাম ৭ জানুয়ারী মুঠোফোনে যোগাযোগ হয় মেহেদী ভাইয়ের সাথে । তিনি আমাকে এসে নিয়ে যেতে বলেন তাই আজ ৯ জানুয়ারী এসে আমার ল্যাপটপ টি বুঝে নিই। তিনি আরো বলেন, সাধারণত হারিয়ে যাওয়া জিনিস না পাওয়ারই কথা কিন্তু মুজিবনগরের মানুষ এত ভালো এত সৎ যে হারিয়ে যাওয়া ল্যাপটপের মালিক কে খুঁজে বের করে ফিরিয়ে দিলো। এই জন্য আমি ওনার কাছে চির কৃতজ্ঞ থাকবো।
এসময় উপস্থিত ছিলেন ১৪ব্যাটালিয়ন আনসার হাবিলদার ফিরোজ আহমেদ, জামারুল, ব্যবসায়ী শিহাব উদ্দিন ,আব্দুস সালাম সহ স্থানীয় সাংবাদিকরা ।
পূর্ববর্তী খবর