মেহেরপুর প্রতিনিধি (০১.০৪.২৩)
নগদ পাঁচ লক্ষ টাকা ও মোটর সাইকেল সহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে মেহেরপুর ডিবি ও মুজিবনগর থানা পুলিশের একটি দল।
শুক্রাবার রাত ১০ টার দিকে আতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের নেতৃত্বে মুজিবনগর উপজেলার রামনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক কৃতরা হলেন মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আনারুলের ছেলে সাম্মু(১৮), হিসাব আলীর ছেলে রুবেল (২০) ও গাংনী উপজেলার তেরাইল গ্রামের সেকেন্দার আলীর ছেলে মারুফ (২১)।
মুজিবনগর থানার সেকেন্ড অফিসার উত্তম কুমার জানান, মুজিবনগর আশাএনজিওর ম্যানেজার মোঃ আক্তারুজ্জামানের বাড়ি থেকে শুক্রবার বিকালে ৩ যুবক নগদ ৫ লক্ষ ৬৩ হাজার টাকা লুট করে। এর পর তারা এ্যাপাসি আরটিআর (ব্লু রংয়ের) মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় আক্তারুজ্জামানের ছেলে সালমান সাকিব চোর সাম্মু কে চিনতে পারে। পরে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আজমল হোসেনের নেতৃত্বে ডিবি ও মুজিবনগর থানা পুলিশের দল যৌর্থ অভিযানে তাদের আটক করে। এসময় আটক সাম্মুর কাছে থেকে ২লক্ষ ৫০০টাকা রুবেলের কাছ থেকে ১লক্ষ ৭৮ হাজার ও মারুফ এর কাছ থেকে ১লক্ষ ৮৫হাজার টাকা উদ্ধার করা হয়।এসয় তাদের চুরির কাজে ব্যাবহারিত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। বর্তমানে আসামি গন ও মোটরসাইকেল থানা হেফাজতে আছেন।
পূর্ববর্তী খবর