মেহেরপুরের আমদহ ইউনিয়নের ৩ ও ৫ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ শুক্রবার বিকেল ৫ টার দিকে মেহেরপুর সদর উপজেলা আমদহ ইউনিয়নের বিএনপি’র আয়োজনে বামনপাড়া মোড়ে এ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ৩ নং ওয়ার্ডেন তুন কমিটির সভাপতি মীর আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আনসার আলী ও ৫ নং ওয়ার্ড বিএনপি’র নতুন কমিটির সভাপতি মহাসিন আলী, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম নির্বাচন হন।
অনুষ্ঠানে মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলমগীর খান সাতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল হাসান। আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য মীর ফারুক, ওমর ফারুক লিটন, রোমানা আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা, সাব্বির, মীর মারুফ, আশরাফপুর বিএনপির নেতা ইলিয়াস হোসেন, জমিরুল ইসলাম, আব্দুল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপন