মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের আলোচিত স্বর্ণ চোরাচালান মামলায় সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর ৩ নং ওয়ার্ডের সাবেক ইউ পি সদস্য মনজুর রহমান মজনুকে কারাগারে প্রেরন করেছে আদালত। আজ সোমবার দুপুরে ইউ পি সদস্য মজনু আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরন করেছে আদালত ।
মামলা সুত্রে জানা যায় ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর ভারতে পাচারকালে প্রায় ৪৭ লাখ টাকা মূল্যের ৬টি সোনার বারসহ ২ পাচারকারীকে শহরের বড়বাজার এলাকার স্বামী নিগমানন্দ মন্দিরের সামনে থেকে আটক করে পুলিশ। এয় ঘটনায়েমেহেরপুর থানায় একটি মামলা হয় যার নম্বর জি আর ৩৫৭/২২। আটককৃতরা ছিলেন, নারায়নগঞ্জের বন্দর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ রানা (২৪) ও ঢাকার নয়াতলা-মগবাজার এলাকার শেখ আশরাফুল কবীরের স্ত্রী কানিজ ফাতেমা (৪০)। প্রাথমিক তদন্ত শেষে একজন ইউপি সদস্যের মাধ্যমে স্বর্ণের চালানটি ভারতে পাচারের উদ্দ্যেশ্যে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় পুলিশ। এর পর থেকেই মজনু মেম্বর হাইকোর্টের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়াতে ২২ মে সোমবার মেহেরপুর জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন না মনজুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেয়।