মেহেরপুর প্রতিনিধিঃ ১৪/১১/২৩ইং।
মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় সিয়াম হোসেন(১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহত সিয়াম হোসেন উপজেলার মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামের প্রবাসী হাশেম আলীর ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র।
সিয়ামের পরিবার সূত্রে জানা যায়, সকালে সিয়াম ও তার বন্ধু বকুল পার্শ্ববর্তী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাখুন্ডি বাজারে মাংস নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় বালি ভর্তি ড্রাম ট্রাকে ধাক্কা ধাক্কা দিলে মারাত্মক আহত হয়। পরের স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামের মৃত্যু হয়।
গাংনী আর ওসি তাজুল ইসলাম জানান,স্থানীয়রা ট্রাক চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।