মেহেরপুর প্রতিনিধি :
সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেহেরপুরের দুইটি মডেল মসজিদ সহ সারাদেশে একযোগে ৫০ টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন।
মডেল মসজিদ উদ্বোধন উপলক্ষে নব-নির্মিত মেহেরপুর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক ড.মোহাম্মদ মনসুর আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইটি ও শিক্ষা) লিউজা উল জান্নাহ, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ওবায়দুল্লাহ, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেকসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, জেলার আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মেহেরপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোঃ জামাল উদ্দিন বলেন, ‘মেহেরপুর জেলা মডেল মসজিদ ১৪ কোটি ৩৪ লক্ষ ৩৪ হাজার ৩৯০ টাকা ব্যায়ে ও গাংনীতে ১৩ কোটি ১৬ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যায়ে উপজেলা মডেল মসজিদ তৈরী করা হয়েছে।