মেহেরপুর প্রতিনিধি (১৪.০২.২৪)
মেহেরপুরের আমঝুপিতে পেশাগত দায়িত্ব পালনকালে চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান ও দৈনিক জবাবদিহি পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সিরাজউদ্দৌলা পাভেল এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুর প্রেস ক্লাব।
আজ বুধবার সকাল ১১ টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মেহেরপুর প্রেসক্লাবের আহŸায়ক মহাসিন আলী আঙ্গুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুরের সিনিয়র সাংবাদিক তুহিন অরণ্য মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক হোসেন, জাগো মেহেরপুর সংগঠনের সমন্বয়ক শোয়েব রহমান, মৃত্তিকা গ্রæপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন প্রমুখ। এ মানববন্ধনে একত্মতা ঘোষণা করেন জাগো মেহেরপুর, মিতৃকা গ্রæপ থিয়েটার, উই আর ফর পিপল সহ বেশ কিছু সংগঠন।
পূর্ববর্তী খবর