মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের সাহেবপুর পুলিশ ক্যাম্পের এ এসআই আনোয়ারকে মুজিবনগরের মহাজনপুর গ্রাম থেকে আপত্তিকর অবস্থায় নারীসহ আটক করেছে জনতা। তবে পুলিশের দাবি মাদক প্রবন এই এলাকায় পুলিশকে ফাঁসাতে গ্রামবাসীর এটা ষড়যন্ত্র। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ঈদের দিন রাত্রে মহাজনপুর গ্রামের প্রবাসীর স্ত্রী কাজল ও সাহেবপুর পুলিশ ক্যাম্পের এসআই আনোয়ারকে অপত্তিকর অবস্থায় আটক করে কাজলের পরিবারের লোকজন। এসময় এএসআই আনোয়ার নিজেকে পুলিশের পরিচয় দিয়ে কাজলের দবরের সাথে ধস্তাধস্তি করে । পরে কাজলের ভাবি চিৎকার দিলে আশ পাশের লোকজন এসে তাদের ঘরে তালা বদ্ধ করে। পরে মুজিবনগর থানা পুলিশের ওসি উজ্জল কুমার দত্তর নেতৃত্বে পুলিশের একটি দল এলাকাবাসিকে বেদম প্রহর করে তাদের তুলে নিয়ে যায়।
কাজলের জা ইসমত আরা খাতুন বলেন, কাজল এখনও মুজিবনগর থানায় আছে। মুজিবনগর থানা পুলিশ আমাদের কাজলকে পরিবারের জিম্মায় নিয়ে আসার জন্য বলেছে। আমরা তাকে আনতে যায়নি। বিচার না পাওয়া পর্যন্ত আমরা কাজলকে গ্রহন করবোনা।
মুজিবনগর থানার ওসি উজ্জল কুমার দত্ত বলেন, মহজানপুর এলাকাটা মাদক প্রবন এলাকা। পুলিশের ভাবমুত্তি নষ্ট করতে এস আই আনোয়ারকে দাওয়ত দিয়ে নিয়ে যেয়ে তাকে ফাসানো হয়েছে। আমরা খবর পেয়ে আনোয়ার ও কাজলকে উদ্ধার করে থানায় এনে জিঞ্জাসা বাদ করে কোন সত্যতা না পেয়ে তাদেও ছেড়ে দিয়েছি।


পূর্ববর্তী খবর