মেহেরপুর প্রতিনিধি
ঢাকা থেকে মেহেরপুর অভিমুখে ছেড়ে আসা শ্যামলী পরিবহন(ঢাকা মেট্রো-ব-১১-৬৪৪৯) থেকে ২শ৭৩ পিচ ইয়াবাসহ চালক সাইদ আলীকে আটক করেছে গাংনী র্যাব-১২ এর সদস্যরা। বুধবার রাত ৯ টার দিকে গাংনী বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক সাঈদ আলী গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের খেদ আলীর ছেলে।
গাংনী র্যাব-১২ ক্যাম্প কমান্ডার মনিরুজ্জামান জানান, আমরা গোপন সংবাদে জানতে পারি ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন(ঢাকা মেট্রো-ব-১১-৬৪৪৯) এর চালক সাইদ আলীর কাছে ইয়াবা আছে। পরিবহনটি গাংনী পৌছালে র্যাবের সদস্যরা অভিযান পচিালনা করে চালক সাইদ আলীকে ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত সাঈদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রদানসহ গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পূর্ববর্তী খবর