মেহেরপুর প্রতিনিধি;
গাঁজা সেবনের অপরাধে শামসুজ্জোহা নামের এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরের দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শামসুজ্জোহাকে এক মাসের কারাদণ্ড ১০০ টাকা অর্থদণ্ড করা হয়। সাজাপ্রাপ্ত শামসুজ্জোহা সদর উপজেলার সুবিদপুর গ্রামের খোদা বক্স এর ছেলে
ঘটনার সুত্রে জানা যায মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তউল্লাহ’র নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সুবিদপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় শামসুজ্জোহাকে গ্রেপ্তার করে।শামসুজ্জামান তার দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারায় তাকে ১ মাসের কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড আদায়করা হয়।