মেহেরপুর প্রতিনিধি:
কুলবাড়িয়া গ্রামকে মাদকমুক্ত করার লক্ষে মানব বন্ধন ও স্মারকলিপি দিয়েছে কুলবাড়িয়া গ্রামবাসি । আজ রবিবার সকাল ১১টার সময় মেহেরপুর জেলা প্রাশাসকের কার্যালয়ের সামনে এয় মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক , জেলা পুলিশ সুপার , ও মাদক নিয়ন্ত্রন অফিসে স্মারকলিপি দিয়েছে কুলবাড়িয়া গ্রামবাসি। সাবেক ছাত্রনেতা ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য জুয়েল রানার নেতৃত্বে কুলবাড়ীয়া গ্রামের স্কুল ছাত্র সহ কয়েকশত নারী পুরুষ এয় মানববন্ধনে অংশ নেয়।
মানব বন্ধনে বক্তারা বলেন কুলবাড়িয়া গ্রামে এখন প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন হয়। মেহেরপুরের চিহ্নিত সন্ত্রাসী দুখু বাহিনির সদস্য ঝন্টু বিশ^াস এর নেতৃতে ¡দেয় । সে কারনে তার ভয়ে কেউ কিছু বলতে পারেনা । তবে মাদকের কারনে কুলবাড়ীয়া গ্রামের যুব সমাজ ধংস হয়ে যাচ্ছে। তায় আমরা সকল হুমকি ধামকি উপেক্ষা করে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে আরও বলেন মাদক স¤্রাট ঝন্টু বিশ^াসের মাদক সেবন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল । সে একজন মাদক বিক্রেতা সেটাও ইউনিয়নের সবাই জানে । তাই অতি সত্তর তাকে আটক করে কুলবাড়ীয়া গ্রামকে মাদক মুক্ত করার জোর দাবী জানান ।