মেহেরপুর প্রতিনিধি;
মেহেরপুর পৌরসভার বেড়পাড়াতে গোয়াল ঘরের পাশে খড়ির গাদায় আগুন লেগে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। আজ শনিবার দুপুর ১১টার সময় বেড়পাড়ার মৃত বাহার আলীর ছেলে হাসেম আলীর বাড়িতে এয় দুর্ঘটনা ঘটে ।
স্থানীয়রা জানায় বাচ্চারা আগুন নিয়ে খেলা করতে গিয়ে পাটকাটির গাদায় আগুন লেগে গেলে য়ায় । আগুনের তিব্রতা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয় । পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে । তবে আগুনে খড় , পাটকাটিসহ খড়ি পুড়ে ছায় হয়ে গেছে । এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।