মেহেরপুর প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমাল রোববার (২৬ মে) রাত ৯টা থেকে উপকূল অতিক্রম শুরু করে। এর তাণ্ডবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। বাদ যায়নি মেহেরপুরও। সোমবার দিবাগত রাত ১২টায় বিভিন্ন স্থানে থেমে থেমে আসা দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে।
বৃষ্টির কারনে সাধারন মানুষ বাইরে বাড়ির বের হয়নি রাস্তা ঘাট ও দোকান পাট ফাকা ছিলো। শ্রমিকদের দেখা গেছে বৃষ্টির মধ্যেও কাজের খোঁজে বেরিয়েছেন তাঁরা। তবে বেশির ভাগ শ্রমিক কাজ না পেয়ে বাড়ি ফিরে গেছে ।
এতে কয়েক দিনের অব্যাহত গরম কমে কিছুটা শীতলতা অনুভূত হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন উপকূলীয় স্থান থেকে ঝোড়ো বাতাস ও বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে।
এদিকে ধীরে ধীরে শক্তি কমছে ঘূর্ণিঝড় রিমালের। রাত ১২টা পর্যন্ত ঘূর্ণিঝড় রিমাল ২০-২৫ কিলোমিটার বেগে এগিয়ে চলছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, রিমালের প্রভাবে সোমবার (২৭ মে) সকাল ১০টা থেকে মেহেরপুরে বাতাসের গতিবেগ বেড়েছে। মাঝারি ধরনের বৃষ্টি পড়ছে। এতে শীতলতা অনুভব হচ্ছে। এছাড়া আজ সারা দেশেই থেমে থেমে ভারি বৃষ্টি ঝরবে। আবহাওয়ার এমন অবস্থা মঙ্গলবারও (২৮ মে) থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।