মেহেরপুর প্রতিনিধি (২৫.০৪.২৪)
মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের ফকির মহাম্মদ নামে এককৃষতের চারশত কলার কান্দি কেট তছরুপ করেছে দুর্বত্তরা । রবিবার গভির রাতের রায়পুর গ্রামের বিলের মাঠে কলাবাগানে এয় ঘটনা ঘটেছে। এতে কৃষকের প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছে স্থানিয়রা।
কৃষক ফকির মহাম্মদ রায়পুর গ্রামের মৃত বাহাদুর শেখের ছেলে।
স্থানিয়রা বলেন আমরা সকালে মাঠে কাজে যাওয়ার সময় দেখতে পায় জমিতে কলার কান্দি পড়ে আছে । জমিতে গিয়ে দেখি ৪০০শত কান্দির মধ্যে ৩৯৯কান্দি কাটা পড়ে আছে। তারপর আমরা কৃষক ফকির মহাম্মদ কে খবর দিলে সে জমিতে আসে ।
কৃষক ফকির মহাম্মদ বলেন , গতকাল বিকাল বেলাতে আমি জমির আগাছা পরিস্কার করে বাড়ি গিয়েছিলাম । এক বছর পরিশ্রম করে কলাবাগান তৈরি করেছি। আর ১০/১৫ দিন সময় পেলে আমি ফসল বেচতে পারতাম । মেহেরপুরে প্রায় এভাবে ফসলের ক্ষতি হচ্ছে । এ বিষয়ে মেহেরপুর সদর থানায় অভিযোগ জানানো হয়েছে
মেহেরপুর সদর থানারওসি কনি মিয়া বলেন, তদন্ত সােিপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাহবুবুল হক পোলেন
মেহেরপুর
০১৯১৪২৩৩৬২৬