মেহেরপুর ঃ ২৮/০৬/২৩ ইং।
দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলার সমবায় কার্যক্রম বিস্তৃত করণ প্রকল্পের আওতায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ও আমদহ ইউনিয়নের দুইশত সুবিধাভোগিদের মাঝে দুই কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ জুন) দুপুর ১ টার দিকে তার নিজ বাসভবনে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
চেক বিতরনের সময় মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা প্রভাস চন্দ্র বালা, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু, আমদহ ইউপি চেয়ারম্যান রওশন আলী টোকনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও উপকারভোগিরা।