মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে দুর্ঘটনার ফুটেজ সংগ্রহ করতে গিয়ে চ্যানেল-২৪ এর স্টাফ রিপোটার রাশেদুজ্জামান রাশেদ দুর্বত্তদের হাতে লাঞ্চিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টার সময় মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি মউকের সামনে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি মউকের সামনে মটর সাইকেল ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মৃত আসেদ আলীর ছেলে হুরমুত আলী মারা যায় । সেই ঘটনার ফুটেজ সংগ্রহ করছিলো সাংবাদিক রাশেদ । সেই
সময় আমঝুপি স্থানীয় কিছু লোকজন মউকের অফিস ভাংচুর করতে গেলে রাশেদ সেই ফুটেজ সংগ্রহ করে। তখন স্থানীয় লোকজন রাশেদের উপড় চড়াও হয় । ঠেকাতে গেলে দৈনিক জবাবদিহি পত্রিকার মেহেরপুর প্রতিনিধি সাংবাদিক পাভেল কে লাঞ্চিত করে। পরে মেহেরপুর সদর থানার পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে স্ংাবাদিকদের উদ্ধার করে । এয় ঘটনায় আমঝুপি গ্রামের আবু লাইস ও জিয়া নামের দুইজনকে আটক করেছে পুলিশ ।
মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু বলেন, দুর্ঘটনার পর তারা যে অপকর্ম করেছে সেটি ঢাকার জন্য জেনে বুঝে সাংবাদিকদের উপর হামলা করেছে । সন্ধ্যার মধ্যে দোষিদের আটক করে আইনের মধ্যে না আনলে আমরা কর্মসুচি গ্রহন করবো।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান বলেন এখানে সিসি ফুটেজ আছে , আপনাদের কাছেও ভিডিও ফুটেজ আছে । আমরা সবকিছু বিশ্লেষন করে ব্যাবস্থা গ্রহন করবো ।