মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর চার নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মেহেরপুর ১ আসনের নবনির্বাচিত এমপি ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকাল চারটার সময় শেখ পাড়ায় এ গণ সংবর্ধনা দেওয়া হয়।
৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাহাদ খানের সঞ্চালনায় গণ সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এম পি , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, মেহেরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফুন নেছা লতা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকবর জলাল, সহ প্রচার সম্পাদক মিজানুর রহমান হিরন, মেহেরপুর বড়বাজার ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম খেকন । গণ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপত্বিত করেন চার নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন।