মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে জান্নাতুল ফেরদৌস ঈদগাহ কমিটির উদ্যোগে ২ দিন ব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বাদ আছর ৪ নং ওয়ার্ড নতুন পাড়ার নতুন ঈদগাহ ময়দানে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ শফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে , উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হাফেজ মাওঃ মোঃ হাবিবুর রহমান যুক্তিবাদী। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হাফেজ মাওঃ মোঃ জাবেরুল ইসলাম।
ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খা পাড়া জামে মসজিদের ইমাম মোঃ হাবিবুর রহমান খান পিন্টু, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মকছেদ আলী। ওয়াজ মাহফিলে সার্বিক সহযোগিতাই ছিলেন মোঃ সুফিয়ান ( আট ) ও মোঃ মুক্তার আলী