মেহেরপুর প্রতিনিধি:
তৃণম‚লকে বাঁচাতে হলে আগামী সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে দলীয় প্রার্থীর পরিবর্তন চাই তৃণম‚ল আওয়ামী লীগ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকার পক্ষে থাকতে হবে। তবে কোন ব্যাক্তি উন্নয়নের জন্য মেহেরপুর তৃণমুলের আওয়ামী লীগ আর কাজ করবেনা মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম ।
বৃহস্পতিবার বিকেলে শহীদ সামছুজোহা পার্কে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরশানের সঞ্চলনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন, মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এম এ এস ইমন, জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক লাভলী ইয়াসমিন, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল ইসলাম চান্দু, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল মামুন , বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু, মেহেরপুর পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আরিফ হোসেন, ৪ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মোস্তাফিজুর রহনান বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি জসিউর রহমান বকুল, জেলা ছাত্রলীগের সাংগঠানিক সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাহাদ হোসেন এমপি বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব গোলাম রসুল বলেন, উন্নয়নের পক্ষে থাকতে হলে নৌকার বিকল্প নাই। আর তৃণম‚লের পক্ষে থাকতে হলে মেহেরপুর ১ আসনে দলীয় প্রার্থীর পরিবর্তনের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে মেহেরপুর-১ আসনে বর্তমান সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে বাদ দিয়ে তৃণম‚লে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের মধ্যে থেকে যে কাওকে প্রার্থী করার আহবান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস বলেন, আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। কিন্তু বর্তমান সংসদ সদস্যকে প্রার্থী করলে তাকে জিতিয়ে আনার ক্ষমতা আমাদের নেই। তাই তিনিও আগামী সংসদ নির্বাচনে মেহেরপুর ১ আসনে দলীয় প্রার্থীর পরিবর্তন চান।
সমাবেশে মেহেরপুর জেলা আওয়ামী লীগের বিভক্তির জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী দায়ি বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান। তিনি বলেন, মিষ্টার প্রেসিডেন্ট আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির কোন মিটিং আপনি ডাকেন না, আলোচনা করেন না, মানুষের সাথে কথা বলেন না। দলের বিভক্তির জন্য আপনি দায়ী। এসময় তিনিও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পরিবর্তন চান।