মেহেরপুর প্রতনিধি:
মেহেরপুরে জেলা প্রশাসকের সরকারি ফোন নাম্বার ক্লোন করে বিভিন্ন জাইগায় চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
মেহেরপুর জেলা প্রশাসকের সরকারি মোবাইল ফোনের সিম ক্লোন করে বিভিন্ন লোকের কাছ থেকে বিকাশে নম্বরে চাঁদা দাবি করছে একটি হ্যাকার গ্রুপ এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির জহির উদ্দিন বাদী হয়ে মেহেরপুর সদর থানা সোমবার রাত্রে এগারোটার সময় একটি সাধারণ ডায়েরি করেছেন সাধারণ ডায়েরি নম্বর ৩২৬ তারিখ ০৭-০২- ২০২২। মেহেরপুর সদর থানার তদন্ত অফিসার মোঃ সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত কওে বলেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে হ্যাকার গ্রুপকে খোঁজার চেষ্টা চলছে।।
সাধারণ ডায়েরি তে জহিরউদ্দিন উল্লেখ করেছেন ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার সময় জেলা প্রশাসকের ব্যবহৃত সরকারি মোবাইল ফোনে ফোন ০১৭০৮- ১১০০০০ নম্বর থেকে জেলা পরিষদের গাড়িচালক মেহেদী হাসানের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭১৬-৫ ৫৫১৩২ কাছে ২হাজার টাকা ০১৯৪৪-০৬ ৩৯৭৫ মোবাইল নাম্বারে বিকাশ করতে বলেন কোনো গাড়িচালক মেহেদী হাসান কিছু না বুঝে জেলা প্রশাসক ভেবে ২হাজার টাকা বিকাশ করেন। এরপর থেকে হ্যাকার গ্রুপ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আরো কয়েকটি মোবাইলে ফোনে কল ২হাজার টাকা দেওয়ার জন্য বলে। রাতে গাড়িচালক মেহেদী হাসান জেলা প্রশাসকে টাকা পেয়েছেন কিনা জানতে চায়লে জেলা প্রশাসক মুনসুর আলম খান তাকে বলেন আমিতো তোমাকে টাকা পাঠাতে বলিনি। তখন সিম ক্লোনের বিষয়টি জানজানি হয়। পরে জেলা প্রসাসকের পক্ষ থেকে জহির হোসেন সদর থানায় সাধারন ডায়ের্রি করেন।
পূর্ববর্তী খবর