মেহেরপুরঃ
মেহেরপুরের গাংনী পৌর এলাকার চৌগাছায় মাটি বহনকারি একটি ট্রলির চাপায় সোহাগ হোসেন-(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোহাগ চৌগাছার গোলাম আলীর ছেলে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ হোসেনের মা রেজিয়া খাতুন জানান, শিশূ সোহাগ একটি সজনে গাছের পাতা পাড়তে রাস্তা পার হচ্ছিল। এসময় পিছন দিক থেকে একটি দ্রতগামী মাটি বহনকারি ট্রলি তাকে চাপা দেয়। এসয় শিশু সোহাগ হোসেনকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মারুফ তাকে মৃত ঘোষনা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) তাজুল ইসলাম বলেন, ট্রলি চাপায় একজন শিশুর মৃত্যেুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ট্রলি চালককে আটকের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, নিহত শিশুর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে