মেহেরপুর প্রতিনিধিঃ ৩১/১২/২০২৩
মেহেরপুর-১ আসনে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে নৌকার প্রার্থীর সমর্থকদের হাৃলায় স্বতন্ত্র (ট্রাক) প্রার্থীর এক নারী সহ ৩ জন আহত হয়েছেন। আজ শনিবার রাত সারে দশটার দিকে এঘটনা ঘটে। আহতরা হলেন বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সাবেক ছাত্রলীগ নেতা খালিদুজ্জামান খান ডালিম (৪৬), যুবলীগ কর্মী তেলা শেখ (৩২) ও সাবেক নারী ইউপি সদস্য মুক্তা খাতুন (৩৭)। এয় ঘটনায় মুজিবনগর থানায় দুটি পালাটাপাল্টি মামলা হয়েছে। সতন্ত্র পার্থীর পক্ষে খালেদুজ্জামান খান ডালিম বাদি হয়ে নয়জন নামীয় ও ১০/১২জন অজ্ঞাতনামা করে মামলা করেছে। যার নম্বর ১৪ তারিখ ৩১-১২-২০২৩। অপরপক্ষও ১০জনকে নামিয় ও ১০/১১ জনকে অজ্ঞাতনামা করে মামলা করেছে যার নম্বর ১৫ তারিখ ৩১-১২-২০২৩।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগোয়ান গ্রামের পাঠানপাড়ায় নৌকার প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের একটি অফিস রয়েছে। তার দক্ষিণ পাশে মসজিদের কাছে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের (ট্রাক) পথসভা চলছিলো। প্রফেসর আব্দুল মান্নানের বক্তব্যের সময় নৌকার সমর্থকরা জোরে মাইক বাজাতে শুরু করে । শহিদুল ইসলাম পেরেশান, খালিদুজ্জামান সহ বেশ কয়েক কর্মী তাদের মাইকের শব্দ কমানোর কথা বলার জন্য নৌকা অফিসে যায়। এসময় আব্দুর রাকিব নেতৃত্বে নৌকার সমর্থকরা পেরেশানদের উপর অতর্কিত হামলা করে। হামলায় নারী সহ ৩ জন আহত আহত হয়। পরে পুলিশ এসে পরিবেশ শান্ত করে । আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
আহত সাবেক মহিলা ইউপি সদস্য মুক্তা খাতুন বলেন, তকলিমা মেম্বারের ভাই লাবলু পেরেশান ভায়ের সাথে মারামারি হচ্ছে শুনে দেখতে গেলে বলে তুই কেন ট্রাক করছিস বলে আমাকে গলা টিপে ধরে বড় দা দিয়ে কোপায়।
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা বলেন, নৌকার অফিসে প্রথমে হামলা কর হয়েছে। আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা মুজিবনগর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান বলেন, শনিবার রাত পৌণে ৯ টার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে আমার নিবাচর্নী প্রচারনা চলছিল। এসময়ে হঠাৎ বাগোয়ানের সাবেক মহিলা মেম্বার তকলিমার নেতৃত্বে ১০/১২ জন লোক যুবলীগ নেতা ডালিমকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। মাথায় তিনটা সেলাই হয়েছে। সাবেক মহিলা মেম্বার মুক্তাকে এবং আওয়ামীলীগ কর্মি তেলাকেও আঘাত করেছে। রাতেই মুজিবনগর থানায় আহত যুবলীগ নেতা ডালিম বাদি হয়ে মামলা করেছেন। আমি পুলিশ সুপার সহ তার পুলিশ বাহিনীকে, র্যাব, বিজিবি এবং মুজিবনগর ইউএনও কে ধন্যাবাদ জানাই তারা অতিদ্রæত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এছাড়াও মেহেরপুর শহরে ০৯নং ওয়াার্ড শিশুবাগান পাড়ায় ট্রাকের পোষ্টার পুড়িয়ে দিয়েছে। শোলমারিতে ট্রাকের নির্বাচনী পথসভা শেষে ফেরার পথে আমাদের লোকজনের মধ্যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রতিমন্ত্রীর সমর্থকেরা নৌকার প্রচারযান ঢুকিয়ে মাইকে উচ্চ স্বরে নৌকার প্রচার চালাতে থাকে যা উসকানি ম‚লক। এ সময় ট্রাকের কর্মি সমর্থকদের নিবৃত্ত করা না হলে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিত। প্রতিমন্ত্রী তার কর্মি সমর্থকদের এধরনের উসকানি ম‚লক কার্যকলাপ বন্ধ না করলে শান্ত মেহেরপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অশান্ত ও খারাপ হবে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিবেশ শান্ত করেছি। এয় ঘটনায় দুটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পূর্ববর্তী খবর