মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে ধানের তুস থেকে ভোজ্য তেল তৈরির লক্ষে হাবিব অয়েল মিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বুধবার সকাল দশটার দিকে শহরের কলেজ রোডে এই অয়েল মিলের ভিত্তি প্রস্তর স্থাপন সহ দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান মাটি খুড়ে এই মিলের উদ্বোধন করেন। পরে সেখানে দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। হাবিবুর রহমান জানান, নিজের একটি অটো রাইচ মিল রয়েছে সেই মিলের ধানের তুস থেকে এখানে খাওয়ার জন্য ভোজ্য তেল উৎপাদন করা হবে। এই তেল জেলা সহ দেশের বিভিন্ন জেলায় রফতানি সহ ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্য দাম রাখা হবে। এছাড়া এই মিল টি চালু হলে জেলার কর্মসংস্থান তৈরি সহ মেহেরপুর আরো এক ধাপ এগিয়ে যাবে বলেও তিনি মনে করেন। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী খবর