প্রথম রাজধানী:
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মেহেরপুরে টিভি চ্যানেল নিউজ ২৪ এর ৭ বর্ষে পদার্পণ পালন করা হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর সরকারি শিশু পরিবার মিলনায়তনে শিশু পরিবারের নিবাসীদের নিয়ে নিউজ-২৪ সপ্তম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালন করা হয়।
নিউজ -২৪’র প্রতিনিধি তুহিন আরন্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, আল আমিন হোসেন, মাহাবুবুল হক পলেন, আবু আক্তার, মুজাহিদ মুন্না, সরকারি শিশু পরিবার এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল পান্নান প্রমূখ। পরে সেখানে চ্যানেল -২৪’র ৭ম বর্ষ পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহলয় শিশির, জাকির হোসেন, মন্নাফ, মিজিানুর রহমান জনি, মুতুর্জা ফরুক রুপোক ও সরকারি শিশু পরিবারের শিশুরা।