মেহেরপুর প্রতিনিধি: ১০/০২/২৫ ইং।
মেহেরপুরের গাংনীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার মালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, পরিবেশের ছাড়পত্রসহ একাধিক প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ফোর স্টার ইটভাটার মালিক একলাছুর রহমানকে ১০ হাজার টাকা এবং বলাকা ইটভাটার মালিক আহসান হাবীব মিলনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফফর আহমেদ, সাহারবাটি ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাকির হোসেন ও গাংনী থানা পুলিশের একটি দল।