আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
মেহেরপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন (নৌকা), সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আবদুল মান্নান (ট্রাক), সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মোঃ জয়নাল আবেদিন (ঈগল) জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুল হামিদ (লাঙ্গল), মেহেরপুর জেলা ন্যাশনাল পিপলস পার্টির সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম লিটন (আম) এবং কৃষক মুক্তি জোটের মোঃ বাবুল জম (ছড়ি) মার্কা প্রতীক গ্রহন করেন।
মেহেরপুর-২ (গাংনী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ডাঃ এএসএম নাজমুল হক সাগর (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (ট্রাক), তৃণমূল বিএনপির দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি (সোনালী আঁশ), জাপার প্রার্থী কিতাব আলী (লাঙ্গল), জাতীয় কংগ্রেসের দলীয় প্রার্থী আল ফারুক (ডাব), ন্যাশনাল পিপলস পার্টির দলীয় প্রার্থী গোলাম রসুল (আম) এবং সাংস্কৃতিক জোটের দলীয় প্রার্থী মোঃ শাহাজালাল (ছড়ি) প্রতীক পান।
রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন।
প্রতীক বরাদ্দের সময় জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিল্লাহ, সহকারি রিটারিং কর্মকর্তা সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহাসহ প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।