প্রথম রাজধানী:
মেহেরপুরে আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবক যুবতীদের ১০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে পরিষদের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠনে প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, ইউপি সচিব সানোয়ার হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু, শাহাদৎ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।