মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে আলোচিত রুপার বিরুদ্ধে মেহেরপুর আদালতে মামলা করেছেন আতাউর রহমান। আজ বৃহস্পতিবার দুপুর ২টার সময় (১৮ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ তারেক হাসান এর আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক মামলাটি তদন্তের জন্য মেহেরপুর সি আই ডিকে প্রেরন করেছেন ।
মামলার বিবরণের সূত্রে জানা যায়, ০২-১১-২২ তারিখে হোটেল আটলান্টিকায় অন্তরঙ্গ মুহুর্তে র গোপন ভিডিও ধারণ করে । সেই ভিডিওর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে চাঁদার দাবি ঘটনায় নিলুফা ইয়াসমিন রুপাসহ বেশ কয়েকজনের নামে মামলা দায়ের হয়। সেই মামলার থেকে অব্যাহতি পেতে গত ১১ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সৈনিক লীগের ব্যানারে মানববন্ধন করেন নিলুফা ইয়াসমিন রুপা। ব্যানারে ও পোস্টারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে টাঙানোর অপরাধে এই মামলা দায়ের করা হয়। যার মামলা নং- সি আর ৩৪০/২৩
মামলার বাদি আতাউর রহমান বলেন, মেহেরপুরের আলোচিত ও বিতর্কিত নারী নিলুফা ইয়াসমিন রুপা সৈনিক লীগের ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে মানববন্ধন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এক কোনায় ছোট আকৃতি করে দিয়ে বিশাল আকারে রুপা তার নিজের ছবি প্রদর্শন করেন ওই ব্যানারে।ওই ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই প্রতিবাদ স্বরূপ সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারেক হাসান এর আদালতে একটি মামলা করার জন্য আবেদন করেছিলাম। আদালত মামলা গ্রহণ করে সিআইডিতে তদন্তের জন্য প্রেরণ করেছেন।