প্রথম রাজধানী :
মেহেরপুরে ক্ষতিকর রংদিয়ে তৈরী আইসক্রিম ও ক্ষতিকর কাঠ ও টেক্সটাইল রং জব্দ করেছে স্বাস্থ বিভাগ।
আজ বুধবার সকালের দিকে স্যানিটারী ইন্সপেক্টরের অভিযানে কাদা মিয়ার আইসক্রিম কারখানা থেকে বিপুল পরিমান রং জব্দ করা হয়।
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।
স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম জানান, বরফ কারখানাটির ভেতরে গিয়ে সন্দেহজনকভাকে ড্রাম খুলে দেখা যায় এতে রং ভর্তি। এসব রং একেবারে সাধারণ মানের এবং খাদ্য হিসেবে খুবই ক্ষতিকর। এ সময় উদ্ধার করা আইসক্রিম ও উপকরণ নষ্ট করে ফেলা হয়। জব্দও করা হয় কিছু টেক্সটাইল রং। এসময় অভিযানের খবর পেপড কারখানার মালিক কাদা মিয়া পালিয়ে যায়।
পূর্ববর্তী খবর