মেহেরপুর প্রতিনিধি(০২.০৪.২৩):
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলেঅচনা সভঅ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলোক কুমার দাস, মুজিবনগর শিশু পরিবারের তত্ত্বাবধায়ক জাকির হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজিস্ট্রেশন) কাজী মোহাম্মদ আবুল মুনছুর, অভিভাবক জুনায়েদ ইসলাম। আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।