নিজস্ব প্রতিনিধিঃ
“৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি।” এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা ও র্যালীর মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার পরিবার পরিকল্পনার আয়োজনেমেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহিন হাসান, প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস।এসময় অন্যান্যের মধ্যে বিক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ রোমানা হেলালী জুসিসহ প্রমূখ।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কাজে বিশেষ অবদান রাখায় জেলা ও উপজেলা পর্যায়ে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
মেহেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
পূর্ববর্তী খবর